মূল পাতা আন্তর্জাতিক ‘মানবাধিকার লঙ্ঘনে জড়িত কারো সঙ্গে জাতিসংঘ কাজ করে না’
রহমত নিউজ ডেস্ক 28 June, 2023 11:47 AM
মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো বাহিনীর সঙ্গে জাতিসংঘ সম্পৃক্ত হয় না বলে জানিয়েছেন সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান প্রসঙ্গে ফারহান হক বলেন, আমাদের অবস্থান হলো, আমরা যে কোনো দেশের শান্তিরক্ষী বাহিনী নিয়োগে যথাযথ সতর্কতা অবলম্বন করি। সেই সঙ্গে এটাও নিশ্চিত করি, যাতে তারা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত না হয়।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাক্রোয়ের ঢাকা সফরের সময় মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শকের আমন্ত্রণ নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে ফারহান হক বলেন, যাঁরা শান্তিরক্ষী নিয়ে কাজ করেন, তাঁদের মূল ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন জ্যঁ পিয়ের ল্যাক্রোয়। কিন্তু আগে যেমনটি বলেছি, আমাদের নীতি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো বাহিনীর সঙ্গে জাতিসংঘ সম্পৃক্ত হয় না।